![বরগুনায় পোস্টাল কার্ডের মাধ্যমে বিধবা ও বয়স্ক ভাতা প্রদান কর্মসূচির উদ্ভোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/04/barguna@abnews_76058.jpg)
বরগুনা , ০৪ মে, এবিনিউজ : সমাজসেবা অধিদপ্তর ও বাংলাদেশ ডাক বিভাগের আয়োজনে বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের ৮৪০ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীর মাঝে পোস্টাল ক্যাশ কার্ড এর মাধ্যমে ভাতা বিতরন কার্যক্রমের উদ্ভোধন করা হয়। ফুলঝুড়ি ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারটার দিকে প্রধান অতিথি বরগুনার জেলা প্রশাসক ড. মহা : বশিরুল আলম অনুষ্ঠানের উদ্ভোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, সমাজ সেবার বরগুনা উপপরিচালক স্বপন কুমার মুখার্জি, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল পটুয়াখালী কবির আহম্মেদ ও পোস্টাল এসোসিয়েশন এর সভাপতি শফিকুল ইসলাম স্বপন প্রমুখ। ডিজিটাল মেসিনের মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে নগত ক্যাশ কার্ডের মাধ্যমে ডিজিটাল পদ্দতিতে খুব সহজে ভুক্তভোগীরা টাকা গ্রহন করতে পারবেন। এ সময় জেলা প্রশাসক কয়েকজন ভুক্তভোগীরর হাতে নগত টাকা বিতরন করে কার্যক্রমের উদ্ভোধন করেন।
এবিএন/তরিকুল ইসলাম/মমিন/জসিম