![শ্রীমঙ্গলে চালবোঝাই ট্রাক উল্টে ঢাকা-সিলেট মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/04/srimongol@abnews_76066.jpg)
শ্রীমঙ্গল, ০৪ মে, এবিনিউজ : ঢাকা-সিলেট আঞ্চলিক জাতীয় মহাসড়কের শ্রীমঙ্গল শহরতলীর ইছুবপুরে চালবোঝাই ট্রাক উল্টে গেলে ২ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এ সময় মহাসড়কের উভয় পার্শ্বে দেড় কিলোমিটার করে যানজট সৃষ্টি হয়। পরে শ্রীমঙ্গল থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের তড়িৎ পদক্ষেপে দ্রুততম সময়ে যান চলাচল শুরু হয়।
ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ( শহর ও যানবাহন) মো. সালাউদ্দিন কাজল জানান, সকাল ৮ টার দিকে মৌলভীবাজারগামী একটি চালবোঝাই ট্রাক শ্রীমঙ্গল শহরতলীর ইছবপুরে এসে উল্টে যায়। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় রাস্তার উভয়পাশে দেড় কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্হলে পৌছে শ্যামলিমার ক্রেনকে খবর দেয় এবং জনতার সহায়তায় চাল আনলোড করে ক্রেন দিয়ে ট্রাকটি অপসারনের পর যান চলাচল স্বাভাবিক হয়।
এবিএন/আতাউর রহমান কাজল/মমিন/জসিম