বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩১
logo
  • হোম
  • খেলাধুলা
  • হুইল চেয়ারে বসেই ক্রিকেট খেললো শারীরিক প্রতিবন্ধীরা
শারীরিক সীমাবদ্ধতা থাকলেও সেই মানসিক শক্তি নিয়েই

হুইল চেয়ারে বসেই ক্রিকেট খেললো শারীরিক প্রতিবন্ধীরা

হুইল চেয়ারে বসেই ক্রিকেট খেললো শারীরিক প্রতিবন্ধীরা

রাজবাড়ী, ০৬ মে, এবিনিউজ : শারীরিক সীমাবদ্ধতা থাকলেও সেই মানসিক শক্তি নিয়েই হুইল চেয়ারে বসেই ক্রিকেট খেললো শারীরিক প্রতিবন্ধীরা। ওরা দেখিয়েছে খেলার জন্য শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়।

রাজবাড়ী প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন পরিষদ (আর পি ইউ পি) আলীপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা আয়োজনে ০৫ মে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ী শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

হুইল চেয়ারে বসেই ক্রিকেট খেললো শারীরিক প্রতিবন্ধীরা

বাংলাদেশের সংবিধানের ৭,১৫,১৭,১৯,২৩,ও২৭ অনুচ্ছেদ -এ প্রতিবন্ধী ব্যক্তিদের ক্রীড়া,সাংস্কৃতিক ও বিনোদন মূলক কর্মকান্ডসহ তাদের মৌলিক অধিকার নিশ্চিত করণের আইনি অধিকারের কথা সুস্পষ্টভাবে লিখিত লিখিত আছে কিন্তু তার সুষ্ঠু বাস্তবায়ন নেই। সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তিরা অংশ গ্রহণ করছে। কিন্তু অনুকূল পরিবেশ, অনুপ্রেরণা, সহযোগিতা ও পৃষ্টপোষকতার অভাবে তারা ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করতে পারছেনা।

হুইল চেয়ারে বসেই ক্রিকেট খেললো শারীরিক প্রতিবন্ধীরা

সহযোগিতা : Welfare association Bangladesh

"এখানে যে বল ব্যবহার করা হয় সেটি একটু আলাদা থাকে যার ওজন থাকে সাধারণ ক্রিকেটের থেকে কম। মাঠের আকারও একটু ছোট থাকে। আর বাকি সব মোটামুটি একই। কিন্তু খেলাটা হয় হুইলচেয়ারে বসেই"

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/জনি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত