![নড়াইলে সেরা শিক্ষার্থীদের বৃত্তি প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/07/narail 01 pic 06 05 17_76455.jpg)
নড়াইল, ০৭ মে, এবিনিউজ : নড়াইলে ষষ্ঠ ও নবম শ্রেণীর ৭৬জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে গোলাম কিবরিয়া শিক্ষা ট্রাষ্টের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষাবিদ শা,ম আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রাষ্টি এ,এফ,এম গোলাম কিবরিয়া, মোঃ মাসুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদুর রহমান, অধ্যাপক বদরুজ্জামান, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান হায়াত, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হাসানুজ্জামান প্রমুখ। গোলাম কিবরিয়া শিক্ষা ট্রাষ্টের অন্যতম কর্ণধার এ,এফ,এম গোলাম কিবরিয়া জানান, এ বছর লোহাগড়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল মাদ্রাসা ও স্কুলের ষষ্ঠ ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝ থেকে সেরা মেধাবী বাছাই করে মোট ৭৬ জন কে ২লাখ ৬০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মেধাবীদের আরো বেশি শিক্ষায় উৎসাহিত করতে এ আয়োজন। আমাদের সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ তথা দেশ গঠনে ভুমিকা রাখবে।
এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/ইমরান