শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

হবিগঞ্জের বিশিষ্ট কবি এম এ রবের ইন্তেকাল

হবিগঞ্জের বিশিষ্ট কবি এম এ রবের ইন্তেকাল

হবিগঞ্জ, ০৭ মে, এবিনিউজ : হবিগঞ্জের বিশিষ্ট কবি ও সাহিত্যিক এম এ রব আর নেই। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, ২২ এপ্রিল রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত রোগে আক্রান্ত হলে তাকে প্রথমে সিলেট ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়। রবিবার সকাল ১০টায় হবিগঞ্জ শহরের সওদাগর মসজিদে প্রথম এবং পরে রাজনগর কবরস্থান মসজিদে ২য় জানাযা শেষে তাকে সেখানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তার ছেলে তানভীর আহমেদ একজন চিকিৎসক।

কবি এম এ রব-এর কবিতা, ছোটগল্প ও প্রবন্ধ মিলিয়ে এ যাবৎ তাঁর প্রায় ১০ টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সর্বশেষ গত একুশে বই মেলায় তাঁর জীবন ও কর্মের উপর মূল্যায়নধর্মী সংবর্ধনা গ্রন্থ ‘‘নগরে নিসর্গজ্যোতি” ও কাব্যগ্রন্থ ‘‘নিঃশব্দ নীল” প্রকাশিত হয়।

এবিএন/মো. নুরুজ্জামান ভ’ইয়া/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত