
বরগুনা, ০৮ মে, এবিনিউজ : বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখহাসিনার দশটি বিশেষ উদ্দোগ উন্নয়ন মুলক বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের বিশেষ বহিরাঙ্গন অনুষ্ঠান এগিয়ে চলেছে বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধারপর বরগুনা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বাংলাদেশ বেতারের বরিশাল বিভাগীয় পরিচালক মোঃ জাহিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহম্মেদ, বরগুনা পৌরসভার মেয়র মোঃ শাহাদত হোসেন, বাংলাদেশ বেতারের বরগুনা জেলা প্রতিনিধি অ্যাডভোকেট এম মজিবুল হক কিসলু প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সরকারী বেসরকারি কর্মকর্তা, আইনজীবি, সাংবাদিক, নারী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও কর্মকর্তা, এলাকার প্রায় কয়েকশত নারী পুরুষ ও শিশু অংশগ্রহন করেন। আলোচনা সভা শেষে বরগুনার স্থানীয় ও বাংলাদেশ বেতারের শিণ্পিদের মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এবিএন/তরিকুল ইসলাম/জসিম/ইমরান