![মাদারীপুরে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/08/rape-logo_76658.jpg)
মাদারীপুর, ০৮ মে, এবিনিউজ : মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া গ্রামে শারিরীক, মানসিক ও বাক প্রতিবন্ধী এক যুবতীকে (২২) জোর করে ধর্ষণ করেছে প্রতিবেশি কালাচান হাওলাদার (৫৩)। এই ঘটনায় রাতে ডাসার থানায় মামলা হয়েছে। পরে ঐ বাক প্রতিবন্ধী যুবতীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, জন্ম থেকে শারিরীক, মানসিক ও বাক প্রতিবন্ধী যুবতীকে প্রতিদিনের মতো শনিবার সকালে বাড়ির উঠোনো মাচায় সুইয়ে রাখে তার মা। দুপুর দুটার দিকে তার মা ও ভাবী ঐ যুবতীকে বাড়িতে রেখে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালের উদ্দেশ্যে বের হয়। বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশি ৫ সন্তানের বাবা কালাচান হাওলাদার জোর করে প্রতিবন্ধী যুবতীতে ধর্ষণ করে। এসময় তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে অর্ধউলঙ্গ অবস্থায় যুবতীকে রেখে পালিয়ে যায় ঐ লম্পট। পরে তারা রাতে কালকিনি উপজেলার ডাসার থানায় লিখিত অভিযোগ দেয় ঐ যুবতীর মা। রাত ১টার দিয়ে পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয়।
এ ব্যাপারে ধর্ষিতা যুবতীর মা বলেন, ও প্রতিবন্ধী। হাটতে চলতে পারেনা। বিছানাতেই প্রসাব-পায়খানা করে। কথা বলে অস্পস্ট। মানসিক সমস্যাও আছে। তার ওর এই ঘটনার পর আমি ওকে নিয়ে কোথায় গিয়ে দাড়াবো। সমাজ আমাদের কোন চোখে দেখবে। আমি ধর্ষক কালাচান হাওলাদারের দৃষ্টান্তমূলক বিচার চাই। তাছাড়া কালাচানের লোকজনসহ এলাকার কয়েকজন প্রভাবশালীরা আমাদের মিমাংসার জন্য চাপ দিচ্ছে। আমরা মিমাংসা চাইনা। আমরা ঐ পাষন্ড লম্পটের দৃস্টান্ত মূলক শাস্তি চাই।
এ ব্যাপারে কালকিনির ডাসার থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শনিবার রাতে মামলা হয়েছে। দ্রুত অপরাধীকে গ্রেফতার করা হবে। অভিযুক্ত কালাচান হাওলাদার পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/ইমরান