![সোনাগাজীতে ধর্ষনের শিকার সেই রহিমার ছেলে সন্তান প্রসব](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/08/sonagaji-dhorshon-rohima@ab_76684.jpg)
সোনাগাজী(ফেনী), ০৮ মে, এবিনিউজ : যুবদল নেতার লালশার শিকার সেই রহিমা জম্ম দিলো ফুটফুটে ছেলে সন্তান।রবিবার দুপুরে রহিমাকে ধর্ষনের ৯ মাস পর ছেলে সন্তানটি জম্মলাভ করে।এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ রহিমার পৌরসভার ভাড়া বাসায় উপস্থিত হয়ে মা ও সন্তানের খোঁজখবর নেয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা জায়,উপজেলার চরদরবেশ ইউপির চরশাহাভিকারী গ্রামের মৃত নুরুজ্জামানের মেয়ে বিধবা রহিমার সাথে কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে চরছান্দিয়া ইউপির বটতলার ইলিয়াছের ছেলে যুবদল নেতা ইসমাইল। বিয়ের প্রলোভনে ফেলে ইসমাইল বিধবা রহিমার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে।
গত ১৯ আগষ্ট রাতে অসামাজিক কার্যকলাপের সময় বটতলায় ইসমাইলের দোকানের ভিতর তাদের উভয় কে হাতেনাতে স্থানীয় এলাকাবাসী ধরে ফেলে।
পরদিন সকালে শালিশ বৈঠকে রহিমা বিয়ের প্রলোভনে তাকে ধর্ষনের কথা স্বীকার করে অন্তসত্তা জানিয়ে বিয়ের দাবী করে। কিন্তু ইসমাইল রহিমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
উপস্থিত শালিশদারগন ইসমাইলের ৩০ হাজার টাকা জরিমানা করে রহিমাকে বাচ্চা নষ্ট করার জন্য চাপ দিলে সে শালিশ বৈঠক থেকে উঠে গিয়ে সোনাগাজী মড়েল থানায় ইসমাইলকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে রহিমা বলেন,থানায় শালিশে সোনাগাজী থানার তৎকালীন সেকেন্ড অফিসার গোলাম কিবরিয়া ইসমাইলের পক্ষ নিয়ে তাকে বাচ্চা নষ্ট করার চাপ দিয়ে আপোশের চেষ্টা চালায়।আমি অস্বীকৃতি জানালে কিবরিয়া আমার ইচ্চার বিরুদ্ধে স্বাক্ষর নিয়ে ইসমাইলের ৫০ হাজার টাকা জরিমানা করলেও আমাকে ২০ হাজার টাকা প্রদান করে।
রহিমা আরও বলেন,থানায় শালিশের পরদিন বাড়ীতে গেলে ইসমাইল তার দলবল নিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে পুনরায় বাচ্চা নষ্ট করার জন্য চাপ দিলে কৌশলে পালিয়ে সোনাগাজী পৌরসভায় এসে ভাড়া বাসায় অবস্থান করি।
অভিযোগের বিষয়ে যুবদল নেতা ইসমাইলের সাথে যোগাযোগ করা হলে সে জানায় শালিশে তাকে(রহিমা) ৮০ হাজার টাকা জরিমানা দিয়েছি। এখন তার বাচ্চা হলে আমার কিছু করার নেই। রহিমার অভিযোগের বিষয়ে জানতে এসআই গোলাম কিবরিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনাটি মনে করতে পারছিনা।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/নির্ঝর