বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৪ কেজি গানপাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৪ কেজি গানপাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ, ০৮ মে, এবিনিউজ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে সাড়ে ৪ কেজি গানপাউডার উদ্ধার করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রবিবার রাতে উপজেলার ফতেপুর সীমান্ত পিলার ১০/১-এস গাইপাড়া এলাকা থেকে বিজিবি এই গানপাউডার উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার গভীর রাতে ফতেপুর বিওপির সুবেদার ইয়ারুল হকের নেতৃত্বে একটি টহল দল গাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে সাড়ে চার কেজি গানপাউডার উদ্ধার করে।

তিনি জানান, সাদা রংয়ের দুই কেজি ও ধূসর রংয়ের আড়াই কেজি গানপাউডার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গানপাউডার শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত