![শ্রীনগরে সরকারের সাফল্য ও উন্নয়ন নিয়ে প্রেস ব্রিফিং](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/09/munshigoang-map_76877.jpg)
মুন্সিগঞ্জ, ০৯ মে, এবিনিউজ : শ্রীনগরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন নিয়ে জনগনকে অবহিত সম্পৃক্তকরনের লক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন জেলা তথ্য অফিস।সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে সকাল ১০ টায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ সরকারের সাফল্য অর্জন ও উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন,মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসার মোঃ মনির হোসেন।
এ সময় জেলা তথ্য অফিসার বলেন, আজ মঙ্গলবার শ্রীনগর উপজেলা অডিটোরিয়ামে উপজেলার গন্যমান্য ও বিভিন্ন পেশার মানুষের সাথে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সে সভাকে সফল করার লক্ষে সাংবাদিকদের সাথে আজকের এই প্রেস ব্রিফিং।এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মমিন আলী, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ আওলাদ হোসেন, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও মানব জমিন প্রতিনিধি মোঃ অধারিফ হোসেন,সহ সাধারন সম্পাদক ভোরের কাগজ প্রতিনিধি অধীর রাজ বংশী, কোষাদক্ষ ও দিনের শেষের প্রতিনিধি উজ্জল দত্ত, দপ্তর সম্পাদক ও সাপ্তাহিক একুশের কন্ঠের প্রতিনিধি মোঃ রেজাউল করিম রয়েল, সদস্য মীর রাতুল, আরিফুল ইসলাম শ্যামল ও আমিনুল ইসলাম মাছুম প্রমুখ।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/ইমরান