![সোনাগাজীতে গৃহবধুর আত্মহত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/09/untitled-1 copy_76879.jpg)
সোনাগাজী, ০৯ মে, এবিনিউজ : পরকিয়া প্রেম জানাজানি হওয়ায় লোকলজ্জায় গলায় ফাঁস দিয়ে সোনাগাজীর চরছান্দিয়া ইউপির দক্ষিন চরছান্দিয়া গ্রামে শাবানা ইয়াসমিন(২৩) নামের গৃহবধুর আত্মহত্যা করেছে।সোমবার রাত ১১ টার সময় আত্মহত্যা করার পর পুলিশ রাতেই তার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আত্মহত্যাকারী গৃহবধু চরছান্দিয়ার আব্দুর রব কোম্পানীর পুরাতন বাড়ীর দিনমজুর কামরুল ইসলামের স্ত্রী ও আড়াই বছর বয়ষী এক সন্তানের জননী।
স্থানীয়রা জানায়,সদর ইউপির ছাড়াইতকান্দি গ্রামের বজু চৌধুরী বাড়ীর ছিদন মিয়ার মেয়ে শাবানা ইয়াসমিনের সাথে চরছান্দিয়া গ্রামের কামরুল ইসলামের বিবাহ হয়।বিয়ের কিছুদিন পরেই শাবানা স্বামীর গ্রাম চরছান্দিয়ার মফিজ পাটোয়ারী বাড়ীর নুর আহাম্মদ মেস্তরীর ছেলে ভাবলুর সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে।বিষয়টি গোপন থাকলেও গত কিছুদিন পূর্বে তাদের আপত্তিজনক অবস্থায় হাতেনাতে ধরে ফেলে একই গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে নিজাম উদ্দিন।
বিষয়টি শাবানার স্বামী কামরুল তার শ্বশুর পক্ষকে জানালে সোমবার সন্ধ্যায় শাবানার মা পারিকারীকভাবে ঘটনাটি মিমাংশার চেষ্টা করে।
রাতেই দিনমজুর কামরুল বাড়ী ফিরেই ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করেই শাবানাকে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে শাবানাকে বাঁচানোর চেষ্টা করে।
খবর পেয়ে নিহত শাবানার পরিবারের সদস্যরা সোনাগাজী মড়েল থানার পুলিশকে সাথে মৃতদেহ থানায় নিয়ে যায়।এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিজাম উদ্দিন কে আটক করে।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/ইমরান