শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মাওয়া থেকে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মাওয়া থেকে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মুন্সিগঞ্জ, ০৯ মে, এবিনিউজ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় দক্ষিণাঞ্চলগামী যাত্রীবাহি দুটি বাস থেকে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে মাওয়া কোষ্টগার্ড। রবিবার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন পেটি অফিসার খালেকুল ইসলাম।

মাওয়া কোষ্টগার্ড কমান্ডার খালেকুল ইসলাম আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিমুলিয়া ঘাট এলাকায় রবিবার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করি। এ সময় খুলনাগামী সুগন্ধা ও গ্রামীণ পরিবহনের যাত্রীবাহি দুইটি বাস থেকে এগার বস্তায় দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। মালিক না থাকায় বাসটি ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত পলিথিন বেলা এগারটার দিকে পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়।

মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মাহবুবুল আলম জানান, এগার বস্তায় দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন সমাজকল্যাণ বিভাগে হস্তান্তর করা হয়েছে। তারা মৃৎ শাখায় এগুলো দিয়ে কারুপণ্য তৈরী করবে।

এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত