শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রমেল চাকমা হত্যার প্রতিবাদে তিন পার্বত্য জেলা গণ-মানববন্ধন অনুষ্ঠিত

রমেল চাকমা হত্যার প্রতিবাদে তিন পার্বত্য জেলা গণ-মানববন্ধন অনুষ্ঠিত

রমেল চাকমা হত্যার প্রতিবাদে তিন পার্বত্য জেলা গণ-মানববন্ধন অনুষ্ঠিত

খাগড়াছড়ি, ০৯ মে, এবিনিউজ : সেনাবাহিনী কর্তৃক বে-আইনী গ্রেফতার ও অমানুষিক নির্যাতন চালিয়ে পিসিপি নেতা ও এইচএসপি পরীক্ষার্থী রমেল চাকমা হত্যার প্রতিবাদ, হত্যার সাথে জড়িত নান্যচর জোন কমান্ডর লে: কর্নেল বাহালুল আলম ও মেজর তানভীরসহ হত্যায় জড়িত সকল সেনাসদস্যদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তি ও রমেল চাকমার পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপুরণ প্রদানের দাবিতে তিন পার্বত্য জেলার বিভিন্ন উপজেলায় সাকল ৯টা থেকে ১১টা পর্যন্ত তিনি ঘন্টা ব্যাপী গণ-মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়, মানিকছড়ি, লক্ষীছড়ি, মহালছড়ি, পানছড়ি, দীঘিনালা ও খাগড়াছড়ি পৌরসভাসহ সদর উপজেলায় শান্তিপূর্ণভাবে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রাংগামাটি: রাংগামাটি জেলার কাউখালি, নানিয়ারচর, বাঘাইছড়ি ও রাংগমাটি সদর উপজেলায় গণ-মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বান্দরবান : বান্দরবানে একমাত্র বান্দরবান সদরে প্রেসক্লাবের সম্মুখে স্থানীয়ভাবে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় গচ্ছাবিল বাজারে মানববন্ধন চলাকালীন সময় মানিকছড়ি আর্মি ক্যাম্প থেকে দু’টি গাড়িযোগে একদল সেনাবহিনী গিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে নারীসহ মোট ১৮জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। মানববন্ধন চলাকালে সেনাবাহিনীর সদস্যরা ৪জনকে আটক করে নিতে চাইলে নারীরা তাতে বাধা দেয়। পরে সেনাবাহিনীর কাছ থেকে ছিনিয়ে রাখে। জেলার মহালছড়ি, দীঘিনালা, পানছড়িতে সেনাবাহিনী মানববন্ধন কর্মসূচীতে বাধা প্রদান করেছে। খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার রাস্তায় সেনাবাহিনী সদস্যরা গাড়ি নিয়ে টহল দেয় এবং মানববন্ধনে অংশগ্রহণকারীদের ভিডিও ধারণ করেন।

রাংগামাটি জেলার কাউখালী উপজেলাধীণ ঘাগড়া ইউনিয়নে শান্তিপূর্ণ গণ-মানববন্ধন কর্মসূচীতে জনসংহতি সমিতি ও সেনাবাহিনী জোটবদ্ধভাবে হামলা চালিয়ে প্লাকার্ড ও ব্যানার কেড়ে নেয় এবং সেখান থেকে ইউপিডিএফ এর স্থানীয় সংগঠক পুলক চাকমাকে সেনাবাহিনীর গ্রেফতার করে নিয়ে যায়।

বান্দরবান জেলা সদরে প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রোনাল চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত