![শেখ হাসিনাই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছেন- সৈয়দ আবুল হোসেন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/09/abul@abnews_76956.jpg)
মাদারীপুর , ০৯ মে, এবিনিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আশার পরপরই দেশের সকল ক্ষেত্রের মানউন্নয়ন করেছেন। যাহা অন্য কোন সরকার করতে পারেনি। শেখ হাসিনার কারনেই দেশের ঘড়ে-ঘড়ে বিদুৎ ও শিক্ষার আলো ছড়িয়ে দেয়া সম্ভব হয়েছে। সে কারনে আজ গরীব-দুঃখী মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেছে।
সোমবার দিবাগত রাতে কালকিনি উপজেলার ডাসার সরকারি শেখ হাসিনা একাডেমী এ্যান্ড উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজ ও ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এ্যান্ড বিশ্ববিদ্যালয় কলেজের যৌথ উদ্যোগে সদ্য স্বাধীনতা পদক প্রাপ্ত শিক্ষাবিদ, কালকিনির কৃতি সন্তান অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামানকে কলেজ চত্বরে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনা আজ বিশ্বের কাছে বাংলাদেশকে ডিজিটাল দেশ হিসেবে আতœপ্রকাশ করেছেন। তাই শেখ হাসিনার প্রতি জনগনের অগাদ ভালোবাসা থাকায় তিনি আবারো ক্ষমতায় আসবেন।
জেলা প্রশাসক মোঃ কামাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ, মুক্তি যোদ্ধা প্রজম্মলীগের কেন্দ্রীয় সবাপতি আসাদ ইজ্জামান দূর্জয়, জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাইফুর রহমান রুবেল খান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ আওলাদ হোসেন মাষ্টার, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সুবজ, সাবেক সাধারন সম্পাদক মোঃ ইলিয়াশ হোসেন, অধ্যক্ষ জাকিয়া সুলতানা, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার, অধ্যক্ষ মোঃ হাসানুল সিরাজীসহ ইউপি চেয়ারমানবৃন্দ। সর্বশেষে এক মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেনী পেশার অর্ধলক্ষাধিক লোকজনের অংশ গ্রহনে গান পরিবেশ করেন জনপ্রিয় কন্ঠশিল্পি হাবিব, ঝিলিক ও জানে আলমসহ দেশ-বিদেশের অসংখ্য শিল্পিরা। অনুষ্ঠান উপস্থাপনার করেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব খন্দকার ইসমাইল।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/মমিন/জসিম