ফেনী, ১০ মে, এবিনিউজ : ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এম.পি বলেন- আমরা সন্ত্রাস-মাদক, জঙ্গিবাদ- ইভটিজিং চাই না। আমরা চাই সুন্দর পরিবেশে সকলে মিলে মিশে সহ-অবস্থানের রাজনীতির চর্চা পাশাপাশি শান্তি ও উন্নয়নের বসবাস যোগ্য ফেনী গড়তে। যারা মাধকের সাথে জড়িত থাকবে তারা ছাত্রলীগ-যুবলীগের কোন নেতা কর্মী হলেও তাদের ক্ষমা করা হবে না। এ ব্যাপারে প্রশাসনকে কঠোর ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতা আসার পর ফেনী জেলায় হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু বিগত জোট সরকারের আমলে ফেনীর মানুষ উন্নয়ন দেখে নাই। আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি ফেনী জেলার শহর থেকে গ্রামের সকল রাস্তাঘাট পুলকালভার্ট বাকী দেড় বছর সময়ের মাঝে সম্পন্ন করার। গতকাল বিকেলে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এলজিইডি’র চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন কালে এসব কথা বলেন নিজাম উদ্দিন হাজারী এমপি।
তিনি আরও বলেন, বর্তমানে ফেনীর আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের যে কোন জেলার চেয়ে ভাল। আমরা কখনও দলীয় নেতাকর্মীদের অপরাধ কাজে প্রশ্রয় দেইনা। সাধারন জনগনের যাতে কষ্ট না হয় সেজন্য আমি নেতাকর্মীদের ও জনপ্রতিনিধিদের বারবার নির্দেশ দিয়েছি। ইউনিয়ন পরিষদ হবে জনগনের আস্থার স্থান। এলাকার যেকোন ধরনের সমস্য স্থানীয় জনপ্রতিনিধিরা সুন্দর ও সুষ্ঠ ভাবে সম্পন্ন করবে এ আমার প্রত্যাশা। তবে কোন প্রকারেই জনপ্রতিনিধি ছাড়া দলীয় নেতাকর্মীরা শালিস করতে পারবেনা।
এই উপলক্ষে শর্শদি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন নিজাম উদ্দিন হাজারী এম.পি।
শর্শদি ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঁঞার সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, সহ-সভাপতি অ্যাডভোকেট আক্রামুজ্জামান ও জিপি প্রিয়রঞ্জন দত্ত। স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সদস্য সাহাব উদ্দিন সিকদার।
এসময় অন্যান্যের মাঝে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আলী হায়দার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বি.কম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেন, জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি’র) অর্থায়নে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের যেসব প্রকল্প উদ্বোধন করা হয় : দেবীপুর-বিসিক সড়ক, আজিজিয়া সুলতানিয়া মাদরাসা সড়ক, দেবীপুর-জাহনপুর সংযোগ সড়ক, শর্শদি নতুন বাড়ি সড়ক, উলফেতের নেছা বক্তারমুন্সি সড়ক, চোছনা- ঘাগরা সড়ক, নোয়াবাদ-দেবিপুর সংযোগ সড়ক, শর্শদি ইউনিয়ন পরিষদ মেইন গেইট ও সড়ক, ঢাকা চট্টগ্রাম পুরাতন হাইওয়ে সড়ক, ফখরুদ্দিন মোবারক শাহ সড়ক ও আবুপুর ক্ষুদ্র সেচ প্রকল্প ।
এবিএন/মোহাম্মদ ইসমাইল/জসিম/ইমরান