
রাজবাড়ী, ১০ মে, এবিনিউজ : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ৩০০ গ্রাম হেরোইনসহ নজরুল ইসলাম (৪০) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সদস্যরা।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়ার শাহাদত মেম্বার পাড়া এলাকার নিজ বাড়ি থেকে নজরুল ইসলামকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যাবসায়ী ওই এলাকার মৃত লোকমান আলী শেখের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক রাজীব মিনা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার দিকে উত্তর দৌলতদিয়ার শাহাদত মেম্বার পাড়ার তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ৩০০ গ্রাম হেরোইনসহ নজরুলকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য ৩০ লক্ষ টাকা। তিনি আরো জানান এ ঘটনায় নজরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করা হবে।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/ইমরান