বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বানিয়াচংয়ে বজ্রাঘাতে কৃষক নিহত

বানিয়াচংয়ে বজ্রাঘাতে কৃষক নিহত

হবিগঞ্জ, ১০ মে, এবিনিউজ : মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রাঘাতে বাছিত মিয়া (৩০) নামে এক কৃষক নিহত হয়েছে। নিহত কৃষক বাছিত মিয়া বানিয়াচং উপজেলা সদরের জাতুকর্ণপাড়ার (চান্দের মহল্লা) মজম উল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বাছিত সকালে ধান উঠানোর জন্য জাতুকর্ণপাড়ার হাওরে কাজ করতে যায়। এক পর্যায়ে দুপুরে আকস্মিক বজ্রপাতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এবিএন/মো. নুরুজ্জামান ভূইয়া/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত