বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • খাগড়াছড়িতে দৈনিক জনকন্ঠের প্রকাশিত এক প্রতিবেদনের উপর মামলা

খাগড়াছড়িতে দৈনিক জনকন্ঠের প্রকাশিত এক প্রতিবেদনের উপর মামলা

খাগড়াছড়িতে দৈনিক জনকন্ঠের প্রকাশিত এক প্রতিবেদনের উপর মামলা

খাগড়াছড়ি, ১০ মে, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলার চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে গত ২৪এপ্রিল ৩০১৭খ্রি: ঢাকা হতে দৈনিক জনকন্ঠের প্রকাশিত ধর্ম অবমাননা ও ধর্মীয় সাম্প্রদায়িক বিদ্বেষমূলক প্রতিবেদনটির উপর পার্বত্য চট্টগ্রাম জুম্ম ভারত প্রত্যাগত শরনার্থী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক সন্তোষিত চাকমা বকুলের বাদী/ফরিয়াদী হয়ে সিআর মামলা দায়ের করেছে। সোমবার দুপুরে খাগড়াছড়ির জর্জ কোর্টের এ্যাডভোকেট স্বাশত্ব প্রিয় চাকমা মাধ্যমে এ মামলা দায়ের করলে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আবু সুফিয়ান মো: নোমান’র বিজ্ঞ আদালত আমলে নিয়ে নথি ভূক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহনের নির্দ্দেশ দেন। আসামীগনের মধ্যে দৈনিক জনকন্ঠের সিনিয়র ষ্টাফ রিপোর্টার ফিরোজ মান্নান, সম্পাদক মো: আতিক উল্ল্যাহ আল মাসুদ, প্রকাশক স্বদেশ রায় তিন জনের নামে উল্লেখ করেছেন। স্বাক্ষীগনরা হলেন খাগড়াছড়ির নারান খাইয়া বাসিন্দা জীবলাল চাকমা, ভাইবোনছড়া কুকিছড়ার অজিত বরন চাকমা, নারানখাইয়া কার্বারী যতীন বিকাশ কার্বারীসহ প্রয়োজন সাপেক্ষে আরো অনেকে রয়েছে বলে আবেদনটিতে উল্লেখ করেছেন।

আসামীগন মহামানব গৌতম বুদ্ধকে সম্পূর্ন ইচ্ছাকৃত ও হীন উদ্দেশ্যে এবং বিশেষভাবে এই বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে মর্মে সজ্ঞানে উপলব্দি করত: সমগ্র বৌদ্ধ জাতিকে খাটো করে মানহানি করার জন্য তাহার ব্যক্তিগত আক্রোশের শিকারে পরিণত করে চরমভাবে বাদীকে ও সমগ্র বৌদ্ধ ধর্মালম্বীদেরকে দৈনিক জনকন্ঠ পত্রিকায় ২৪/০৪/২০১৭ইং তারিখ প্রচার ও প্রকাশিত করে ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছেন তথা চরমভাবে মানহানি করেছেন যা দন্ডবিধি ২৯৫(ক)/২৯৮/৫৩২/৫০৫(ক)/৩৪ ধারায় অপরাধ সংগটন করেছেন।

১নং(রিপোর্টার ফিরোজ মান্নান) আসামীর প্রতিবেদনের মধ্যে ত্রিরতœ অর্থাৎ বুদ্ধ, ধর্ম ও সংঘকে কতাক্ষ করে ”৯৬৯’ ’অর্থাৎ ৯ অর্থে সন্ত্রাসী বুদ্ধ গুন, ৬ অর্থে সন্ত্রাসী গৌতম বুদ্ধ শিক্ষা এবং ৯অর্থে সন্ত্রাসী সংঘের গুন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এধরনের সংবাদ ২নং(সম্পাদক মো: আতিক উল্ল্যাহ আল মাসুদ) ও ৩নং(প্রকাশক স্বদেশ রায়) আসামীগন প্রকাশ করে যা চরম মানাহানিকর তথা মহামনব গৌতম বুদ্ধের বিরুদ্ধে চরম অসম্মান বেয়াদবী হওয়ায় বৌদ্ধ ধর্মাবলম্বী হিসেবে বাদীর(সন্তোষিত চাকমা বকুল) ধর্মীয় অনুভুতিতে আঘাতসহ মানহানী হয়েছে।

বাদী(সন্তোষিত চাকমা বকুল) একজন সচেতন শান্তিপ্রিয় বৌদ্ধ ধর্মে বিশ^াসী নাগরিক হিসেবে দেশ ও জাতির সার্বিক তথ্য সংগ্রহার্থে দেশ-বিদেশের প্রকাশিত গুরুত্বপূর্ন পত্র পত্রিকা, সংবাদভাষা, সম্পাদকীয় এবং প্রকাশিত তথ্য বিজ্ঞপ্তি নিয়মিত পাঠ করে থাকেন এবং সে কারনে বিগত ২৪/০৪/২০১৭ইং তারিখে সকাল ১০টায় বাদী খাগড়াছড়ি বাজারস্থ পত্রিকার দোকানে বহুল প্রচারিত দৈনিক পত্রিকা জনকন্ঠ এর ১ম ও ২য় পৃষ্টায় মহামানব ও বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের বিরুদ্ধে চরম অসস্মান, বেয়াদবী ও মানহানিকর বক্তব্য এবং গৌতম বুদ্ধকে সন্ত্রাসী ও তার শিশ্যমন্ডলী বা অনুসারীদের তথা সমগ্র বৌদ্ধ সম্প্রদায়ের প্রাণপুরুষ পার্বত্য রাংগামাটির বনভান্তেকেও সন্ত্রাসী, তার সৃষ্ট বনভাবনাকেন্দ্র গুলোকে সন্ত্রাসী প্রশিক্ষনের ঘাটি ও বুদ্ধ, ধর্ম, সংঘকে ৯৬৯ আখ্যায়িত করে জনকন্ঠ পত্রিকার সাংবাদিক জৈনক ফিরোজ মান্না তার মনগড়া তথা কথিত অনুসন্ধানী প্রতিবেদন যার শিরোনাম ”পার্বত্য এলাকার নতুন অশান্তির চেষ্টা ভাবনা কেন্দ্র স্থাপন” জনকন্ঠ প্রকাশ ও প্রচার করে বাদী(সন্তোষিত চাকমা বকুল)সহ এদেশের এক বিরাট বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ^াসের অনুভুতিতে আঘাতসহ চরম মানহানী করেছেন।

বাংলাদেশে অপরাপর সম্প্রদায়ের মত বৌদ্ধ সম্প্রদায়ও দেশের আইনানুগ জনগোষ্ঠী। তারাও দেশকে ভালবাসেন। জাতীয় বায়তুল মোকারাম মসজিদ যেমন দেশের ধর্মপ্রান মসুলমানদের শ্রদ্ধার জায়গা ঠিক তেমনি বৌদ্দ মন্দির তথা ভাবনা কেন্দ্র গুলোও বৌদ্ধ ধর্মালম্বীদের পরম শ্রদ্ধার জায়গা। ইসলাম ধর্মের প্রবর্তক ও পথ প্রদশর্ক মহানবী হযরত মোহাম্মদ যেমন মুসলমান সম্প্রদায়ের শ্রদ্ধার ব্যক্তিত্ব, ঠিক তেমনি মহামতি গৌতম বুদ্ধের বৌদ্ধও ধর্মালম্বী ব্যক্তিদের কাছে সমান শ্রদ্ধার ব্যক্তিত্ব, কাজেই যে কোন ব্যক্তি একটি সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান সমূহকে ঢালওভাবে প্রশ্নবিদ্ধ মন্তব্য জর্জরিত করতে পারি না কিন্তু জনকন্ঠের মতো বহুল প্রচারিত পত্রিকায় এধরনের মানহানিকর বিষয় প্রকাশিত হলো যা বৌদ্ধ সমাজের মনে আঘাত হানার শামিল।

মূলত ভাবনা কেন্দ্রগুলো হলো পবিত্র বৌদ্ধ সন্ন্যাসীদের বৌদ্ধ ধর্মের আর্য্য অষ্টাগিক মার্গ, চতুরার্য সত্য উপলব্দির তথা পরম হিতসুখ নির্বান লাভের প্রচেষ্ঠার জন্য পাঠশালার মতন একটি পবিত্র স্থান। এই ভাবনা কেন্দ্রে ধ্যান সাধনা করে বৌদ্ধ দর্শনের শ্রেষ্ঠত্ব অজুনের একটি স্তর। বৌদ্ধ ধর্ম পিপাসুদের এহেন পবিত্র স্থানকে ১নং আসামী(রিপোর্টার ফিরোজ মান্নান) তুচ্ছ তাচ্ছিল্য করে এবং ভাবনা কেন্দ্রের অপব্যাখ্যাা করে প্রতিবেদনটি লেখে এবং ২নং(সম্পাদক মো: আতিক উল্ল্যাহ আল মাসুদ) ও ৩নং(প্রকাশক স্বদেশ রায়) আসামী তা প্রকাশ করে যা চরম অবমাননার সামিল এবং ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে।

খাগড়াছড়ির জর্জ কোর্টের এ্যাডভোকেট স্বাশত্ব প্রিয় চাকমার মামলা আমলে নেওয়া হয়েছে সত্যতা স্বীকার করে জানান, চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালেত সিআর মামলা করলে বিজ্ঞ অদালত আমলে নিয়ে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত