![খাগড়াছড়িতে সরকার দরিদ্র মানুষের জন্য ভাতা দিচ্ছে- কুজেন্দ্র লাল এমপি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/10/khagrachari-panchari-mp-kuj_77079.jpg)
খাগড়াছড়ি, ১০ মে, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বৈশাখী পূর্ণিমা উদযাপন উপলক্ষে মহা পরিনির্বান সাধনানন্দ মহাস্থবির বনভান্তের অন্যতম প্রধান শীর্ষ পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবিরসহ উপস্থিত ভিক্ষুসংঘের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার র্দীর্ঘায়ু কামনা করে নৌকায় ভোট চাইলেন খাগড়াছড়ির ২৯৮নং আসনে সংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। শেখ হাসিনা বিশ্বে এখন এক বিরল দৃষ্টান্ত। তার প্রতিটি পদক্ষেপ যুগোপযোগী পদক্ষেপ। সেখানে তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের জন্য ভোট চান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বৌদ্ধ ভিক্ষুদের কাছে দোয়া চান।
সোমবার সকাল ১১টায় পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের ভারত সীমান্তবর্তী নির্বাণপুর অরণ্য কুটিরের শুভ বৈশাখী পূর্ণিমা উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব ও বুদ্ধের অমৃতবাণীসহ স্ব-ধর্ম দেশনা প্রদান করেন শান্তিপুর অরণ্য কুটিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবির, লোগাং বনবিহারের অধ্যক্ষ ধর্মোত্তর স্থবির, প্রজ্ঞা সাধনাপুর অরণ্য কুটিরের অধ্যক্ষ অগ্রজ্যোতি মহাস্থবির। ইচ্ছা মুনি চাকমা সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন খাগাছড়ির ২৯৮নং আসনে সংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, নির্বানপুর অরন্য কুটির উন্নয়ন কমিটির সভাপতি সুজতি চাকমা।
পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে রাজনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত করে চুক্তি করে অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চুক্তির পর পাহাড়ের পাহাড়ি-বাঙালীদের মাঝে স্বাভাবিক জীবন ফিরে এসেছিল। কিন্তু ২০০১ থেকে ২০০৬সাল পর্যন্ত বিএনপি জোট সরকার ও পরবর্তী জরুরী অবস্থার সময় স¤প্রীতির বন্ধনে ফাটল ধরেছিল। ২০০৮সালের নির্বাচনে পুন:রায় ক্ষমতায় আসার পর স¤প্রীতি ও পারাস্পারিক সহাবস্থান নিশ্চিত করতে আবারও কাজ শুরু করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সোমবার বিকেলে সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় টিআর’র বরাদ্দ থেকে ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মাঝে সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ প্রদানের যে প্রতিশ্রুতি ছিল তা শতভাগ বাস্তবায়নের পথে। যেসব এলাকায় বিদ্যুৎ নেই সেসব এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতায়নের কাজ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোন বৈষম্য নেই। সর্ব ধর্ম-জাতি-গোষ্ঠীর জন্য তিনি কাজ করে যাচ্ছেন। মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দিয়েছেন এ সরকার। ত্রাণের টাকায় ব্রীজ, কালভার্ট নির্মাণ শুরু করেছে এ সরকার। এসরকারের আমলে আপনারা বিগত সরকারের আমল থেকে সুখে আসেন কিনা তা বিবেচনা করে আগামী নির্বাচনে তাঁর জবাব দিবেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে নৌকা প্রতীকের জন্য ভোট চাই।
অপর দিকে বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২০১৬-০১৭ অর্থ বছরে নির্বাচনী এলাকা ভিক্তিক সংসদ সদস্যের অনুকুলে বরাদ্ধ টিআর-কাবিখা কর্মসূচীর আওতায় সোলার ও জেলেদের স্মার্ট কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধি ভাতাসহ সকল ভাতা চালু করেছে। সরকার সকলের ঘরে আলো জ্বালানোর জন্য সোলার প্ল্যান বিতরণ কর্মসূচী হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে সোলার বিতরণ করা হয়েছে।
এই কর্মসূচীর আওতায় ৮৫টি প্রতিষ্টান ও ব্যাক্তিকে সোলার ও ৬৩৬জন জেলেকে স্মার্ট কার্ড প্রদান করা হয়। সংসদ সদস্যদের অনুকূলে বরাদ্দকৃত টিআর-কাবিখা’র ১০লক্ষ টাকায় পানছড়ি উপজেলায় ৮৫টি সোলার প্যানেল বিতরণ করা হয়। পানছড়ি উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো: আশিকুর রহমান পরিচালিত সভায় সংসদ সদস্য সরকার দেশের উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হচ্ছে উল্লেখ করে বলেন, আগামীতে উন্নয়ন বোর্ডের মাধ্যমে ব্যপক হারে সোলার বিতরণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো: লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব প্রমূখ। এর আগে একটি বাড়ি একটি খামার প্রকল্পের নিজস্ব অর্থায়নে ৮লাখ টাকা ব্যায়ে প্রকল্পটির ভবণ উদ্বোধন করেন প্রধান অতিথি।
এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/নির্ঝর