![মানিকগঞ্জে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদন্ড](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/10/vrammoman-adalot@abnews_77103.jpg)
মানিকগঞ্জ, ১০ মে, এবিনিউজ : মানিকগঞ্জের শিবালয়ে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।দন্ডপ্রাপ্ত মাদক বিক্রেতা মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের পুত্র রানা মিয়া (২২)। মঙ্গলবার সন্ধ্যায় শিবালয় উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কামাল মোহাম্মদ রাশেদ মাদক বিক্রেতা রানাকে এ দণ্ড দেয়। তার অাগে দুপুরে তাকে ৩৫ পিস ইয়াবাসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোকজন শিবালয়ের পাটুরিয়া ফেরী ঘাট এলাকা থেকে অাটক করে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ভারপ্রাপ্ত কমকতা সাইফুল ইসলাম জানায়, ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড পাওয়া মাদক বিক্রেতা রানাকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এবিএন/মো. সোহেল রানা খান/জসিম/নির্ঝর