বরগুনা, ১০ মে, এবিনিউজ : বরগুনার তালতলী উপজেলার পূর্ব সওদাগরপাড়া গ্রামের ফারুক বয়াতির মেয়ে লিমা গত ২৯ এপ্রিল নিজ বাড়ি থেকে নিখোজ হন। এ ঘটনায় তালতলী থানায় একটি মামলা দায়ের করেছেন লিমার বাবা ফারুক বয়াতি। মামলা দায়েরের পর কুয়াকাটা এলাকার মৃতু ছয়জদ্দিন ব্যাপারির ছেলে হালিম ব্যাপারি ও জালালপুর গ্রামের শাহজাহান খলিফার ছেলে শহিদ লিমাকে ফেরত পেতে মোবাইল ফোনে (শহিদ০১৭১৬৬৩৯৬৭৮/ হালিম ০১৭২১৮১০০৪১)মুক্তিপন দুই লাখটাকা ও ব্লাংক সাক্ষরকৃত নজুডিসিয়াল স্টাম্প দাবি করেন ফারুক বয়াতির কাছে। তালতলী থানার দায়েরকৃত মামলায় পটুয়াখালী জেলার কলাপাড়া থানার জালালপুর গ্রামের শাহজাহান খলিফার ছেলে রুবেল (২২), তালতলীর সওদাগরপাড়া গ্রামের মনির ও সোহেল কে আসামি করা হয়েছে। অপহৃত লিমার বাবা ফারুক বয়াতি জানান, আমার মেয়ে হরিনখোলা দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরিক্ষা দেয়। গত ২৯ এপ্রিল রাতে প্রকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বের হলে লিমা অপহরন হয়। অপহরনের পুর্বে লিমাকে তুলে নিতে রুবেল হুমকি দিয়ে আসছিলো। আমি মামলা দায়ের করারপর হালিম ব্যাপারি ও শহিদ আমার কাছে ২ লাখটাকা মুক্তিপন দাবি করে। আমার মেয়েকে যদি কেহ খুজে পান অনুগ্রহ পূর্বক এই নাম্বারে ফোন করবেন (০১৭২৪২৩৮৯৩৬)তালতলী থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আলঙ্গির বলেন, আসামি গ্রেফতার করতে আমাদের চেস্টা অব্যাহত রয়েছে।
এবিএন/তরিকুল ইসলাম/জসিম/তোহা