![মানিকগঞ্জে পিস্তল ও গুলিও মাদক সহ আটক ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/10/db-@abnews_77172.jpg)
মানিকগঞ্জ, ১০ মে, এবিনিউজ: মানিকগঞ্জ শহরের পোড়রা এলাকা থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিও ইয়াবাসহ তৌহিদুর রহমান বাবু (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। বাবু মানিকগঞ্জ জেলা শহরের পোড়রা এলাকার মৃত লুতফর রহমানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ভিক্টর ব্যানার্জী জানায়, মঙ্গলবার রাতে মাদকবিরোধী অভিযানে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও ৫০ পিস ইয়াবাসহ বাবুকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় তিনি।
এবিএন/সোহেল রানা খান/মমিন/জসিম