![ফেনীর নতুন জেলা প্রশাসক মনোজ কুমার রায়](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/11/untitled-1 copy_77217.jpg)
ফেনী, ১১ মে, এবিনিউজ : ফেনীর নতুন জেলা প্রশাসক পদে মনোজ কুমার রায় বুধবার (১০মে) যোগদান করেছেন। তিনি ফেনীর বিদায়ী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান এর স্থলাভিষিক্ত হলেন।
নবাগত জেলা প্রশাসক মনোজ কুমার রায় এর আগে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব পদে কর্মরত ছিলেন।
এছাড়া মনোজ কুমার রায় তাঁর কর্মজীবনে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, পূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবসহ বিভিন্ন সরকারি দপ্তরে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বিদায়ী জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসানকে খুলনা বদলী করা হয়।
এবিএন/মোহাম্মদ ইসমাইল/জসিম/ইমরান