![হবিগঞ্জে বজ্রপাতে নিহত ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/11/bojropat@abnews (2)_77270.jpg)
হবিগঞ্জ, ১১ মে, এবিনিউজ : হবিগঞ্জের বানিয়াচং ও নবীগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলো বানিয়াচং উপজেলার বাগহাতা গ্রামের মধু মিয়া (৪৫), একই উপজেলার মথুরাপুর গ্রামের আনহার আলী (১৮) ও নবীগঞ্জ উপজেলার রামগঞ্জ গ্রামের কিম্মত আলী (৪০) । আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ওয়ালিদুর রহমানকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বানিয়াচং থানার পুলিশ ও সদর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এবিএন/মো. নুরুজ্জামান ভ’ইয়া/জসিম/নির্ঝর