রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • বরগুনায় যৌতুক না দেওয়ায় গৃহবধুকে নির্যাতন : স্বামীর বিরুদ্ধে মামলা

বরগুনায় যৌতুক না দেওয়ায় গৃহবধুকে নির্যাতন : স্বামীর বিরুদ্ধে মামলা

বরগুনায় যৌতুক না দেওয়ায় গৃহবধুকে নির্যাতন : স্বামীর বিরুদ্ধে মামলা

বরগুনা, ১১ মে, এবিনিউজ : স্বামীর দাবীকৃত তিন লাখ টাকা যৌতুক দিতে না পারায় স্ত্রীকে নির্যাতন করে শিকল দিয়ে বেধে রাখার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেছে স্ত্রী। এই পৈচাশিক ঘটনাটি ঘটেছে জেলার পাথরঘাটা পৌরসভার ৩নং ওয়ার্ডে। স্ত্রী কেয়া আক্তার বাদী হয়ে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামীসহ ৬জনকে আসামী করে একটি মামলা করে। ট্রাইব্যুনালের বিচারক মো. জুলফিকার আলী খান বৃহস্পতিবার মামলাটি আমলে নিয়ে তদন্তের আদেশ দিয়েছেন। মামলার আসামীরা হলো পাথরঘাটা পৌরসভার হাকিম খানের ছেলে নাসির উদ্দিন, ভগ্নিপতি গোলাম ছগির মিন্টু, আ. কাদের, বোন নাজমা, সুমা ও পুতুল। বাদী কেয়া আক্তার জানান, তার স্বামী বগুড়া সেনানিবাসে চাকরী করেন। পাথরঘাটা শহরে একটি বাসা করতেছেন। টাকার অভাবে বাসার কাজ বন্ধ। বাসার কাজ করার জন্য ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর তার স্বামী দুই লাখ টাকা যৌতুক চেয়ে নির্যাতন করে। সেই সময় নাসিরের বিরুদ্ধে একটি মামলা করে কেয়া। বরগুনার নলটোনা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ূন কবির বিষয়টি আপোষ করিয়ে দেয়। কিছুদিন যেতে না যেতেই নাসির তার ভগ্নিপতি ও বোনদের সহায়তায় সোমবার রাতে নাসিরের পাথরঘাটা বাসায় বসে পুনরায় তিন লাখ টাকা যৌতুক দাবী করে কেয়াকে অমানসিক নির্যাতন করে। নাসিরের থাপ্পরে কেয়ার বাম কান দিয়ে রক্ত বের হয়। এক সময় নাসির ও তার সজনরা কেয়াকে বালিশ চাপা দিয়ে হত্যা করার পরিকল্পনা নেয়। কেয়ার ডান পায়ে শিকল দিয়ে সারা রাত খুটির সঙ্গে বেধে রাখে। গত মঙ্গলবার দুপুরে কেয়ার বাবা মহেরুল ইসলাম, মামা নাসির মোল্লা কেয়াকে নাসির উদ্দিনের বাসা থেকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করায়। কেয়ার চিকিৎসা শেষে আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালে মামলা করে। নাসির উদ্দিন জানান, কেয়া আগেও একটা মিথ্যা মামলা করেছে।

এবিএন/তরিকুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত