![শিবগঞ্জের সন্দেহভাজন জঙ্গি আস্তানায় নিস্ফল অভিযান](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/12/shibganj_77457.jpg)
চাঁপাইনবাবগঞ্জ, ১২ মে, এবিনিউজ : জঙ্গিদের অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আছে এমন সন্দেহে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে ঘিরে রাখা তিনটিতে বাড়িতে অভিযান শেষ করেছে পুলিশ। অভিযানে কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার বিকেল ৩টায় প্রেস ব্রিফিং করে এ কথা জানান চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।
তিনি বলেন, ‘তল্লাশি করা হয়েছে, কোনও কিছু পাওয়া যায়নি।’
এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ওই তিন বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে রাত ১০টার দিকে অভিযান প্রত্যাহার করে নেওয়া হয়।
উল্লেখ্য, জঙ্গিদের অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আছে সন্দেহে বৃহস্পতিবার ভোররাত ৩টা থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটের বিলবাড়ি এলাকার এসলাম আলীর বাড়ি এবং শিবনারায়ণপুর বাঘীতলা গ্রামের আজিজুর রহমান ও রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে বিলবাড়ী গ্রামের এসলামের ছেলে জুয়েলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে সেখানে কোনো কিছু পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।
এবিএন/জনি/জসিম/জেডি