![হবিগঞ্জের নবীগঞ্জে মহিলার গলাকাটা লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/13/lash@abnews_77615.jpg)
হবিগঞ্জ, ১৩ মে, এবিনিউজ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চানপুর কামারাই গ্রাম থেকে এক মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ । শনিবার সকাল ১১ টায় ওই মহিলার লাশ উদ্ধার করা হয়। নিহত আমিনা বেগম একই গ্রামের জাবিদ উল্লার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আমিনা বেগম শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে আমিনার ছেলে আমিনুল হক ঘরে গিয়ে দেখতে পায় আমিনা বেগমের মাথার উপর বালিশ চাপা দেয়া । ডাক দিয়ে কোনো সাড়া না পেয়ে বালিশ সরিয়ে দেখতে পায় তার মায়ের গলাকাটা ।এ সময় সে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে আমিনা বেগমের রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এবিএন/নুরুজ্জামান ভূইয়া/মমিন/জসিম