![বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইয়ের হাত ভেঙ্গে দিল বখাটেরা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/13/ivetiging@abnews_77621.jpg)
সোনাগাজী, ১৩ মে, এবিনিউজ : সোনাগাজীতে বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাই শহীদুল ইসলামের হাত ভেঙ্গে দিয়েছে বখাটে নুর উদ্দিন ও তার সহযোগিরা।
ঘটনাটি শুক্রবার সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ইউপির সোনাপুর গ্রামের চর ডুব্বা রাস্তায় হুদন মিয়ার দোকানের সামনে ঘটে। আহত শহীদুল ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানায় দীর্ঘদিন যাবত বখাটে নুর উদ্দিন ও তার সহযোগিরা শহীদুল ইসলামের বোনকে ইভটিজিং করে আসছিল। এ ব্যাপারে কয়েকবার নুর উদ্দিনের পরিবারকে অবহিত করার পরও তারা কোন ব্যবস্থা গ্রহণ না করায় ঘটনার সময় তাকে জিজ্ঞাসা করলে সে শহীদুল ইসলামের উপর হামলা চালায়। হামলার ঘটনায় বখাটে নুর উদ্দিন সহ ৪জন কে আসামী করে থানায় অভিযোগ দেয়া হয়েছে। সোনাগাজী মডেল থানার ওসি মো: হুমায়ুন কবির ঘটনার জানান, বখাটে নুর উদ্দিনকে গ্রেফতার করতে পুুলিশ চেষ্টা চালাচ্ছে।
এবিএন/আবুল হোসেন রিপন/মমিন/জসিম