![মাদারীপুরে ১ম বিভাগ ক্রিকেট লীগ ফাইনাল খেলার পুরস্কার বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/14/siping minister news_77653.jpg)
মাদারীপুর, ১৪ মে, এবিনিউজ : মাদারীপুরে শহীদ আরিফ স্মৃতি ১ম বিভাগ ক্রিকেট লীগ ফাইনাল খেলায়। গতকাল শনিবার বিকাল ৫টায় আসমত আলী খান ষ্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পুরস্কার বিতরন করা হয়।
ফাইনাল খেলায় দুটি দল অংশগ্রহন করে। এলিভেন স্টার ক্লাব ও শাখাওয়াত মেমরিয়াল। প্রথমে এলিভেন স্টার ক্লাব ব্যাট কারতে নেমে সব কয়টি উকিট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে। ১৪০ রানের টারগেট নিয়ে খেলতে গিয়ে শাখাওয়াত মেমরিয়াল ৬ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে। ৪ উইকেট বিজয়ী হয় শাখাওয়াত মেমরিয়াল পাঠককান্দি দল।
মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরন করেন। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌপরিবহন মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদাপরীপুর-৩ আসনের এমপি আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, বাংলাদেশ অলেম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নজিব আহম্মেদ, মাদারীপুর পৌরসভার মেয়র ও জেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) সুমন দেব, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জনাব ওবাইদুর রহমান খান কালু, সদর উপজেলার নির্বাহী অফিসার শফিউর রহমান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব জিয়াউল মোর্শেদ, , জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক জামিল হোসেন মনির, জেলা ক্রীড়া সংস্থার কোষাধক্ষ গোলাম কবির, সদস্য বাবু শরীফ, শহীদুজ্জামান শুরুজ, লিটন সহ প্রমুখ।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/ইমরান