শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বরগুনায় জমি দখলের পায়তারা প্রতিপক্ষের হামলায় আহত ৬

বরগুনায় জমি দখলের পায়তারা প্রতিপক্ষের হামলায় আহত ৬

বরগুনায় জমি দখলের পায়তারা প্রতিপক্ষের হামলায় আহত ৬

বরগুনা, ১৪ মে, এবিনিউজ : বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের জুগিয়া জাকিরতবক গ্রামের মৃত্যু মহর আলীর ছেলে জালাল গংদের জমি জোড়পূর্বক দখলের পায়তারা করে এলাকার মাদক স¤্রাট হিসাবে পরিচিত একই গ্রামের মৃত্যু আদম আলীর ছেলে মোশারেফ হোসেন। শনিবার সকালে জালালের উপর হামলা চালায় ও ঘরে আগুন দিয়ে ঘর জ¦ালিয়ে দেয়ার চেষ্টা করে। বরগুনার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।অপরদিকে উল্টো জালালের পরিবারের প্রতি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার হুমকি দেয় মোশারেফ। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জালালের বাড়ির মধ্যের তাল গাছ থেকে তাল পাড়ার কারনে মোশারেফ , শানু , আফজাল, নাশির ও নিজাম মিলে জালালের উপর আতর্কিত হামলা চালায়। এসময় জালালকে রক্ষা করতে এসে জালালের স্ত্রী রেহানা, কাওসারের স্ত্রী জেসমিন,শিশু রাজিব,সজিবও স্কুল শিক্ষার্থী আরিফ হামলার শিকার হন। জালাল পাশের বাড়িতে দৌড়ে আশ্রয় নিলে সেই বাড়ির দড়জার বেড়ার ছাউনিতে আগুনদিয়ে আতঙ্ক সৃস্টি করে বলে প্রত্যক্ষদর্শী অন্তত ৫/৭জন ব্যাক্তি জানান। জালাল জানান, মোশারেফ আমার বাড়ির সিমানার বাহির থেকে নাল জমি আমার চাচার কাছ থেকে ক্রয় করেন। কিন্ত সে জবর দস্তি ভাবে আমার বাড়ির সিমানার মধ্যের জমি জোড় পূর্বক দখল করতে চায়। এলাকার গন্যমান্যরা কয়েক দফায় শালিশ মিমাংশা করলেও কাউকে তোয়াক্কা না করে সে আমাদের জমি দখল করার হুমকি ধামকি দেয়। জালাল আরো বলেন, মোশারেফ এলাকার চিন্হিত মাদক ব্যবসায়ী টাকার জোড়ে পুলিশ প্রশাসন সে নিয়ন্ত্রন করে। আমরা অসহায় মোশারেফের অত্যাচারে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকি। বরগুনা থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এখন পর্যন্ত কেহ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বরগুনা প্রতিনিধি

এবিএন/তরিকুল ইসলাম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত