শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • খাগড়াছড়িতে পৃথক বজ্রপাতে মা ও ছেলেসহ ৩ জনের মৃত্যু, আহত ২

খাগড়াছড়িতে পৃথক বজ্রপাতে মা ও ছেলেসহ ৩ জনের মৃত্যু, আহত ২

খাগড়াছড়িতে পৃথক বজ্রপাতে মা ও ছেলেসহ ৩ জনের মৃত্যু, আহত ২

খাগড়াছড়ি, ১৪ মে, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলা পৃথক স্থানে মেঘের বজ্রপাতে মা ও ছেলেসহ ৩জনের মৃত্যু ও দুই জন আহত হয়েছে। জেলা সদরের বটতলী, ভাইবোনছড়া ও মহালছড়ি সিংগিনালা খ্যংসা পাড়া এলাকায় শনিবার দুপুরে হঠাৎ মেঘাচ্ছন্ন কালো বৃষ্টি দেওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন জেলা সদর বটতলী এলাকার বাসিন্দা সানু মারমা(২৮), ভাইবোনছড়া ইউনিয়নের মাচানাই কার্বারী পাড়ার বাসিন্দা নিয়ং মারমা স্ত্রী নাং¤্রাসং মারমা(৪৩) ও ছেলে থোয়াইপ্রু মারমা(২২)। আহতরা হলেন সিংগিনালা খ্যংসা পাড়ার বাসিন্দা হ্লাপ্রুচাই মারমা ছেলে সাবাই মারমা(৩৯) ও পাইহ্লা মারমার ছেলে উসারা মারমা(৩৫)। আহত ২জনকে গুরুতর অজ্ঞান অবস্থায় মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে চিকিৎসাধীন রয়েছে। একই বজ্রপাতের সময় সিংগিনালা একটি পরিবারে বাড়িতে ৭টি ছাগল নিহত হয়েছে। নিহতদের সকলকেই বিকেলে যার যার এলাকার মহাস্বশানে দাহক্রিয়া সম্পন্ন করা হয়। এ অনাকাংখিত ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার বিবরনে জানা যায়, জেলায় সদর উপজেলা বটতলী এলাকার বাসিন্দা সানু মারমা প্রত্যক দিনের মতো ধান খেতে পাকা ধান কাটা অবস্থায় সরাসরি তার শরীলে বজ্রপাত বর্ষন হলে ঘটনাস্থলে নিহত হয়। ভাইবোনছড়া ইউনিয়নের মাচানাই কার্বারী পাড়ার বাসিন্দা নিয়ং মারমা স্ত্রী নাং¤্রাসং মারমা ও তার ছেলে থোয়াইপ্রু মারমা নিজ বাড়িতে ভাত খাওয়ার সময় মেঘের বজ্রপাত বর্ষনে শিকার হয়। বজ্রপাতের ফলে মা ছেলেসহ ঘটনাস্থলে নিহত হয় ।

খাগড়াছড়ি সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার(০৯মে ২০১৭খ্রি:) তারিখে কমলছড়ি ইউনিয়নের বিচিতলা বেত মারমা পাড়ায় চাষী কংহ্লাচাই মারমা(৪৫) ক্ষেতে ধান কাটার সময় বজ্রপাতে আঘাতে নিহত হয়। তার শরীলে বুকের অংশ সম্পূর্ন জ¦লসে যায়। শনিবার নিহতের সাপ্তাহিক ক্রিয়া ও পরিবারে ধর্মীয় রীতি-নীতি সাদ্যদান অনুষ্টান ছিল

এবিএন/ চাইথোয়াই মারমা/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত