সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • বিরোধী প্রার্থী’র কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ
বরগুনার সোনাকাটা ইউপি নির্বাচন

বিরোধী প্রার্থী’র কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ

বিরোধী প্রার্থী’র কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ

বরগুনা, ১৪ মে, এবিনিউজ : বরগুনার তালতলী উপজেলার ৭নং সোনাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থীদের প্রচারনায় বাধা, প্রার্থীদের বাড়িতে অবরুদ্ধ রাখা, নেতাকর্মীদের হুমকি, মারধরসহ নানা অভিযোগ করা হয়েছে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে। ওই ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফরাজী মো. ইউনুচ ও কবির আকনের পক্ষে রবিবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করা হয়েছে। ৮ইমে প্রতিক বরাদ্ধের পর থেকে এখন পর্যন্ত সোনাকাটার বর্তমান চেয়ারম্যান ফরাজী মো. ইউনুচকে নিজ গৃহে অবরুদ্ধ করে রেখেছে নৌকা প্রতিকের সমর্থকরা। অপরদিকে কবির আকনকেও ঘর থেকে প্রচারনায় বের হতে দেয়া হচ্ছেনা। মারধর করা হচ্ছে সমর্থকদের দেয়া হচ্ছেনা পোষ্টাল লাগাতে। ফরাজী মো. ইউনুচ এর ছেলে ও বরগুনা জেলা পরিষদ সদস্য মো. হুমায়ূন কবীর সুজন অভিযোগ করে বলেন, তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মনিরুজ্জামান মিন্টুর নেতৃত্বে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। তিনি আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর পক্ষ হয়ে অন্য প্রার্থীদের নানা ভাবে হুমকি ধামকি দিচ্ছে। আওয়ামীলীগের প্রার্থী সুলতান ফরাজী উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টুর ছোট ভাই তারিকুজ্জামানের শশুর। যার কারনে অন্য কোন প্রার্থীকে মাঠে প্রচার-প্রচারণায় নামতে দিচ্ছেন না। অন্যদিকে নৌকা প্রতীকের সমর্থকরা তাদের প্রচার-প্রচারণায় বাধা সৃষ্টি করছে। এমনকি নির্বাচনী পোষ্টার পর্যন্ত লাগাতে দিচ্ছেনা। তাদের দলীয় সন্ত্রাসীদের অব্যাহত তান্ডবে সাধারণ মানুষ বর্তমানে ভীতিসন্ত্রস্ত। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে এলাকায় বেআইনী কার্যক্রম চালাচ্ছে। এক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভূমিকাও রহস্যজনক বলে দাবি তাদের। তাই ভোট গ্রহণের দিন প্রত্যেক কেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ, সিসি টিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পরিমান পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্য মোতায়েন এবং ভোট গ্রহণের আগে স্বাধীন ভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালানোর নিশ্চয়তার দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, এ পর্যন্ত নৌকা প্রতীকের সমর্থকদের হামলায় ফরাজী মো. ইউনুচ এর কর্মী শাহজাহান তালুকদার, আ. আলিম, মো. নাসির উদ্দীন, মো. শাহীন, ডালিম, ইউসুফসহ অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছে। অন্যদিকে একই গ্রুপের হামলায় মনির, কবির, ছগির, আবুল হোসেনসহ কয়েকজন আহত হয়েছে। উপজেলা চেয়ারম্যানের প্রত্যক্ষমদদে তার ভাই ছোটবগীর চেয়ারম্যান তৌফিকুজ্জামান তনু, তারেকুজ্জামান, রফেজ ফরাজী, হাফেজ ফরাজী, মজিবর ফরাজী ও জলিল ফরাজী সন্ত্রাসী স্টাইলে প্রতিদিন ফরাজী মো. ইউনুচের বাড়িতে সসস্ত্র মহড়া দেয়। গ্রাম গঞ্চে প্রতিদিন সতস্ত্র প্রার্থীদের সমর্থকদের মারধর অপমান করা হয়। প্রচারনার মাইক ছিনিয়ে নেয় তারা। এ ব্যাপারে তালতলী উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনে আমরা সরকারের পক্ষে কিছু কথাবার্তা বলি। তবে কাউকে হুমকি ধামকি দেয়ার কোন ঘটনা ঘটেনি। উল্লেখ্য- আগামী ২৩ মে তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এবিএন/তরিকুল ইসলাম/জসিম/তোহা

ERROR while connect: mysql_error