রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কোটালীপাড়া (গোপালগঞ্জ) , ১৪ মে, এবিনিউজ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরে ডুবে মোস্তাকিম ও তৌকির নামে পাঁচ বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আমতলী গ্রামের লিটন মিয়ার ছেলে মোস্তাকিম ও আওলাদ মিয়ার ছেলে তৌকির তাদের মায়েদের সঙ্গে পুকুর পাড়ে খেলেেত যায়। মায়েরা তাদেরকে রেখে পুকুর পাড়ের ঈদগায়ে ধান শুকাতে ব্যস্ত থাকার এক পর্যায়ে ওই শিশুরা সবার অগোচরে পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায় তাদেরকে উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রেমানন্দ মণ্ডল ও কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত