
রাজবাড়ী, ১৫ মে, এবিনিউজ : রাজবাড়ীর সদর উপজেলার চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকেলে বাবুপুর কছিম উদ্দিন বিদ্যাপীঠ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজবাড়ী এক আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, সাধারণ সম্পাদক শেখ মোঃ ওয়াহিদুজ্জামান প্রমুখ।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ৯টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ।
৯টি ওয়ার্ডের নেতারা তাদের পাওয়া না পাওয়া ও ইউনিয়নের সাংগঠকিন বিভিন্ন সমস্যা তুলে ধরেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে।
প্রধান অতিথি কাজী কেরামত আলী বলেন চন্দনী ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে সাংগঠনিক ভাবে আওয়ামী লীগকে আরো শক্তি শালি করতে যা যা করা দরকার আমারা তা করবো।
বিশেষ অতিথি কাজী ইরাদত বলেন নেতা কর্মীদের সাংগঠনিক সমস্যা শুনতেই এই বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। এই ইউনিয়নে কি কি সমস্যা রয়েছে এবং কি করলে সেই সমস্যা থেকে বের হয়ে দলকে শক্তি শালি করা যাবে সেই বিষয়ে আজ আপনারা মতামত দিবেন।
আমি কাজী ইরাদত আলী কথা দিচ্ছি এমপি মহোদয় যদি সময় নাও পায় আমি আপনাদের সাথে আবারও বসবো তখন আপনাদের সব কষ্টের কথা বলবেন, আমি এমপি মহোদয়ের সাথে আলোচনা করে এই চন্দনী ইউনিয়নের সব সমস্যা সমাধান করার চেষ্টা করবো।
তিনি আরো বলেন দলের মধ্যে কোন কোন্দল রাখা যাবে না আপনারা সবাই মিলে চন্দনী ইউনিয়নের মাটি আওয়ামী লীগের শক্ত ঘাটি এটাই প্রমান করবেন। দলকে শক্তিশালী করতে একত্রিত হয়ে সকলে কাজ করতে হবে। সভা পরিচালনা করেন চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/ইমরান