![চুয়াডাঙ্গায় সড়ক দূঘর্টনায় কৃষক নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/15/accident-newsnext-3_77839.jpg)
চুয়াডাঙ্গা, ১৫ মে, এবিনিউজ : চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গায় পাওয়ারটিলারের ধাক্কায় বাইসাকেল আরোহী ফজলুর রহমান (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছে।
গতকাল রোববার (১৪ মে) বিকেল ৫ টা দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কালেপোল নামক স্থানে এ দূঘর্টনা ঘটে। নিহত ফজলুর রহমান উপজেলার তেঘরী গ্রামের নজির আহম্মেদ এর ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, ফজলুরর রহমান বিকেলে বাইসাইকেল যোগে স্থানীয় খাড়াগোদা বাজারে যাওয়ার পথে কালোপোল নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়াটিলার তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা ফজলুরর রহমানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
এবিএন/সনজিত কর্মকার/জসিম/ইমরান