
গোপালগঞ্জ, ১৫ মে, এবিনিউজ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৭ বোতল ফেন্সিডিলসহ কাইউম ফকির (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত ৯ টায় উপজেলা উত্তরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, কাইউম উপজেলার উত্তরপাড়া গ্রামের দুলালের চায়ের দোকানের পাশে বসে মাদক বিক্রি করছে এমন সংবাদের ভিক্তিতে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। কাইউম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে কোটালীপাড়া থানায় একাধিক মামলা রয়েছে। সে উত্তরপাড়া গ্রামের সেকেন ফকিরের ছেলে।
এবিএন/লিয়াকত হোসেন লিংকন/জসিম/ইমরান