![শ্রীনগরে ঘূর্ণিঝড়ে ৩শ ঘরবাড়ি বিধ্বস্ত: কোটি টাকার ক্ষতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/15/5289.abnews24_77850.jpg)
শ্রীনগর (মুন্সীগঞ্জ), ১৫ মে, এবিনিউজ : শ্রীনগরে আকস্মিক ঘূর্ণিঝড়ে মসজিদ মন্দিরসহ প্রায় ৩শ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার ৫ টি ইউনিয়নের ৭ টি গ্রামের উপর দিয়ে এ ঝড় বয়ে যায়। ঝড়ে বহু গাছপালা ও বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে ঘূর্ণিঝড়টি শুরু হয়। প্রায় পাঁচ মিনিট স্থায়ী এ ঝড়ে রাঢ়িখাল ইউনিয়নের নতুন বাজার, বাঘাডাঙ্গা, ৩ দোকান, বাঘরা ইউনিয়নের কাঠাল বাড়ি ও রৌদ্র পাড়া, কোলাপাড়া ইউনিয়নের কাদুরগাও, কুকুটিয়া ইউনিয়নের কাজলপুর ও ভাগ্যকূল ইউনিয়নের কামারগাও গ্রামের প্রায় ৩শ বাড়িঘর লন্ডভন্ড হয়ে যায়। এসময় আড়িয়ল বিলে ধান কাটায় ব্যস্ত ১৬ জন দিনমজুর আহত হয়। ঝড়ে উড়ে আসা টিন ও গাছের ডালের আঘাতে তারা আহত হয়। তাদেরকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্তত ১০ টি গবাদীপশু মারা যায়। ক্ষতিগ্রস্থরা জানায় ঝড়ে তাদের কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
এবিএন/শংকর রায়/জসিম