![খাগড়াছড়িতে মালবাহী ট্রাক খাদে, নিহত ১ ও আহত ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/15/road-acc3@abnews_77914.jpg)
খাগড়াছড়ি, ১৫ মে, এবিনিউজ : খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্র এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে নিচে পড়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
রবিবার (১৪ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে।
খাগড়াছড়ি সদর থানার এসআই আবদুল্লাহ আল মাসুদ জানান, ঢাকা থেকে সিরামিকস-বোঝাই ট্রাকটি খাগড়াছড়ি প্রবেশপথে আলুটিলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৪০০ ফুট পাহাড়ের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত ও অপর তিনজন আহত হন। মরদেহ ট্রাকের নিচে আটকে আছে। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। ট্রাক চালক পালিয়ে গেছে।
এবিএন/মো. ইব্রাহিম শেখ/জসিম/নির্ঝর