
রাজবাড়ী, ১৫ মে, এবিনিউজ : রাজবাড়ীর সদর উপজেলার আন্ধার মানিক গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের গডফাদার রাসেল শেখ (৩২) কে অস্ত্র, গুলি ও ইয়াবা সহ গ্রেফতার করেছে রাজবাড়ী ডিবি পুলিশ। গ্রেফতারকৃত রাসেল আন্ধার মানিক গ্রামের মৃত জুলাস শেখের ছেলে।রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোঃ ওবায়দুর রহমান জানান পুলিশ সুপার সালমা বেগম, পিপিএম নির্দেশনা মোতাবেক ডিবি পুলিশের একটি বিশেষ টিম ১৪ মে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে আন্ধার মানিক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী রাসেলকে গ্রেফতার করা হয়। পরে ডিবি অফিসে এনে জিজ্ঞাসাবাদ করলে সে স্বিকার করে তার কাছে অস্ত্র, গুলি ও ইয়াবা আছে। পরে তাকে সাথে নিয়ে রাতে তার নিজ বাড়ি থেকে স্থানীয়দের সামনে একটি ওয়ান সুটারগান, এক রাউন্ড গুলি ও ২০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/নির্ঝর