![কালবৈশাখীতে লণ্ডভণ্ড শ্রীনগর](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/15/ha-ha-ha@abnews_77975.jpg)
মুন্সীগঞ্জ, ১৫ মে, এবিনিউজ : কালবৈশাখীতে লণ্ডভণ্ড হয়ে গেছে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা। আজ সোমবার সকালের ঝড়ে উপজেলার দুই শতাধিক ঘরবাড়ি বিধস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দা আরিফ রায়হান জানান, কোলাপাড়া, রাঢ়ীখাল, তিনদোকান, বালাসুর, বাঘরা, ভাগ্যকুল এলাকায় প্রায় ৫০টি দোকান ও দেড় শতাধিক ঘরবাড়ি আজ ঝড়ের কবলে পড়ে ছিন্নভিন্ন হয়ে পড়ে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কোলাপাড়া, রাঢ়ীখাল, তিনদোকান, বালাসুর, বাঘরা, ভাগ্যকুল এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছে।
এবিএন/মমিন/জসিম/এমআই