
রাজবাড়ী, ১৬ মে, এবিনিউজ : জেলায় বিভিন্ন মিডিয়ায়কর্মরত সাংবাদিকের সাথে মতবিনিময় করেন নবাগত জেলা প্রশাসক শওকত আলী। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত জেলা প্রশাসক বলেন, নদী ভাঙ্গন যে কত ভয়াবহ হতে পাড়ে সেটা আমার জানা ছিল না।আমি রাজবাড়ীতে যোগদান করে নদী ভাঙ্গন পাড়ের মানুষের অবস্থা দেখার জন্য সেখানে গিয়েছিলাম।আমি নদী ভাঙ্গন এবং শহররক্ষা বাঁধের বিষয় গুরুত্বের সাথে দেখবো।
মত বিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, মাদক ব্যবসায়ীদের কোন রকম ছাড় দেওয়া হবে না। তারা যত প্রভাবশালী হোক না কেন। তিনি সাংবাদিকের বলেন আপনাদের সহযোগিতা নিয়ে আমি রাজবাড়ী জেলা কে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ সহ সকল প্রকার অপরাধ মুক্ত রাজবাড়ী গড়ে তুলবো।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্লা, জেলা তথ্য অফিসার মুক্তার আলী মল্লিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হোসেন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উনমুক্ত আলোচনায় রাজবাড়ী জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন, রাজবাড়ী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন, জেলা প্রেস ক্লাবের সভাপতি বাবু মল্লিক, রাজবাড়ী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুসা বিশ্বাস, রাজবাড়ী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার সম্পাদক খন্দকার আব্দুল মতিন, সাপ্তাহিক রাজবাড়ী খবর পত্রিকার সম্পাদক মোঃ নরুল ইসলাম শিকদার, রাজবাড়ী টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক, কাজী আব্দুল কদ্দুস, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন শিকদার, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসন, প্রথম আলোরি প্রতিনিধি ও রিপোর্টাস ক্লাবের সদস্য সচিব এজাজ আহাম্মেদ, ৭১নিউজ টিভি, দৈনিক অর্থনীতির কাগজ ও সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার রবিউল ইসলাম, যমুনা টিভির প্রতিনিধি কাজী তানভীর আহাম্মেদ প্রমুখ।
এ সময় রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইউসুফ মিয়া, সাধারণ সম্পাদক ও বিবার্তা প্রতিনিধি শিহাবুর রহমান, দৈনিক যুগান্তর প্রতিনিধি হেলাল মাহমুদ, রাজবাড়ী নিউজ২৪.কম- এর বার্তা সম্পাদক ও বাংলানিউজের প্রতিনিধি আশিকুর রহমান, জাগোনিউজ ও দীপ্ত টিভির প্রতিনিধি রুবেলুর রহমান, চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি সুমন বিশ্বাসসহ জেলা কর্মরত প্রায় ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/ইমরান