সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

পাচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

পাচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

রাজবাড়ী, ১৬ মে, এবিনিউজ : রাজবাড়ীর সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত। গতকাল সোমবার বিকেলে পাচুরিয়া ইউনিয়ন পরিষদে এ বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজবাড়ী এক আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, সাধারণ সম্পাদক শেখ মোঃ ওয়াহিদুজ্জামান সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাজিম উদ্দিন মোল্লা প্রমুখ।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কাজী আলমগীরের সভাপতিত্বে ৯টি ওয়ার্ডের নেতারা তাদের পাওয়া না পাওয়া ও ইউনিয়নের সাংগঠকিন কাঠামোর বিভিন্ন সমস্যা তুলে ধরেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে।

প্রধান অতিথি কাজী কেরামত আলী বলেন পাচুরিয়া ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে সাংগঠনিক শক্তি আরো বাড়াতে হবে।

বিশেষ অতিথি কাজী ইরাদত বলেন পাচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীদের সাংগঠিত করে শক্তিশালি করতে জেলা আওয়ামী লীগ কাজ করছে।

তিনি আরো বলেন পাচুরিয়া ইউনিয়নে সন্ত্রাস ও সাদকের যে অবস্থা ভয়াবহ আকার ধারন করেছে। এ সমস্যা গুরুত্বের সাথে দেখার জন্য পাচুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজী আলমগীরকে নির্দেশ দেন কাজী ইরাদত আলী। মাদকের হাত থেকে যুব সমাজ কে বাচাতে যে কোন সহযোগিতা করার আস্বাস দেন তিনি। এসময় জেলা, উপজেলা, আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/ইমরান

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত