![সোনাগাজী উপজেলা ছাত্রলীগে রবিন সভাপতি ও ইফতেখার সম্পাদক মনোনিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/16/abnews-24_78151.jpg)
সোনাগাজী (ফেনী), ১৬ মে, এবিনিউজ : সোনাগাজী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে আব্দুল মোতালেব রবিন কে সভাপতি ও ইফতেখার হোসেন খন্দকার কে সাধারন সম্পাদক মনোনিত করেছে জেলা ছাত্রলীগ। আজ মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন ফিরোজ ও সাধারন সম্পাদক জাবেদ হায়দার জর্জ গনমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন সভাপতি রবিন ছাত্রলীগের বিগত কমিটিতে সাধারন সম্পাদক ও ইফতেখার আমিরাবাদ ইউপির সভাপতি ছিলেন।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/তোহা