বরগুনা, ১৭ মে, এবিনিউজ : বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউপি চেয়ারম্যান ফরাজী মো. ইউনুচ এর উপর হামলা চালিয়েছে সরকার সমর্থিত বহিরাগত সন্ত্রাসিরা। এসময় চেয়ারম্যানের ছেলে বরগুনা জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির সুজন গুরুতর অাহত হন। পরে তালতলী থানার ওসি কমলেশ চন্দ্র হালদারকে শারিরিক লাঞ্চিত করেছেন উপজেলা চেয়ারম্যান। প্রতক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ে ৫ টার দিকে সতন্ত্রপ্রার্থী বর্তমান চেয়ারম্যান ফরাজী মো. ইউনুচ ও তার ছেলে জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির সুজন লাউপাড়া বাজারে প্রবেশ করলে পূর্বে থেকে ওত পেতে থাকা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টুর ছোট ভাই তারেকুজ্জামানের নেতৃত্বে প্রায় ৫০/৬০ জন বহিরাগত সন্ত্রাসিরা এলো পাথারি পিটায়। এসময় লাউপাড়া বাজারের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। চেয়ারম্যানকে রক্ষা করতে এসে প্রায় ১০/১২ জন কর্মী সন্ত্রাসি হামলার শিকার হন। পরিস্থিতি নিয়ন্ত্রনে অানতে পুলিশের অনেক বেগ পেতে হয়েছে । বর্তমানে সোনাকাটায় চরম অাতংক বিরাজ করছে বলে স্থানীয়রা জানায়। কেন চেয়ারম্যান ইউনুচ ফরাজী ঘর থেকে বের হলো এই অপরাধে ওসি কমলেশ চন্দ্র হালদারকে জন সমক্ষে চর থাপ্পর মারে উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু। তবে ওসি কমলেশ চন্দ্র লাঞ্চিত হওয়ার কথা অস্বীকার করেন।
এবিএন/তরিকুল ইসলাম/জসিম/নির্ঝর