শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ফেনীতে অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের আর্থিক অনুদান প্রদান

ফেনীতে অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের আর্থিক অনুদান প্রদান

ফেনীতে অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের আর্থিক অনুদান প্রদান

ফেনী, ১৭ মে, এবিনিউজ : ফেনী জেলা পরিষদের উদ্যোগে গতকাল বুধবার জেলার অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে আজিজ আহম্মদ চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জেলা পরিষদ নতুন আঙ্গিকে কাজ করছে। বর্তমান সরকার জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মান দিচ্ছেন। গ্রামীণ মানুষের ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শারমীন জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফয়েজুল কবীর, মুক্তিযোদ্ধা আবু তাহের ও মোশাররফ হোসেন।

জেলা পরিষদের উচ্চমান সহকারী আবদুল কাদের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা পরিষদের সদস্য গিয়াস উদ্দিন, খোদেজা আক্তার খানম শাহীন, পরশুরাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ুন শাহরিয়ার, সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. ইসমাইল ও মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে কহিনুর বেগম।

এ সময় অন্যান্যের মাঝে জেলা পরিষদের সদস্য হাজী জামাল উদ্দিন, আখতার হোসেন স্বপন, সালেহ আহম্মদ হায়দার, রাবেয়া আক্তার রাবুসহ অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে অতিথিবৃন্দ ৫০জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে সম্মানী হিসেবে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

এবিএন/মোহাম্মদ ইসমাইল/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত