![মাগুরায় বজ্রপাতে ২ জনের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/18/bojropat_78394.jpg)
মাগুরা, ১৮ মে, এবিনিউজ : কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে মাগুরা সদর উপজেলায় ২ জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী ফুলি বেগম (৬০) ও ঘোড়ানাছ গ্রামের আব্দুর রহমানের ছেলে আতিয়ার রহমান।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে মাগুরায় কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় বাড়ির বাইরে কাজ করার সময় ফুলি বেগম ও আতিয়ার রহমান বজ্রপাতে গুরুতর আহত হন। তাদের মাগুরা সদর হাসপাতালে আনা হলে রাত সাড়ে ১০টার দিকে ফুলি বেগম মারা যান। পরে রাত ১১টার দিকে মারা যান আতিয়ার রহমান।
তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ