শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নোয়াখালীতে পুকুরে ৩ শিশুর মৃত্যু

নোয়াখালীতে পুকুরে ৩ শিশুর মৃত্যু

নোয়াখালী, ১৮ মে, এবিনিউজ : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পুকুরে ডুবে ২ সহোদরসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় কেরামতপুর গ্রামের দুটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের আবদুল্লাহ সর্দারের ছেলে ওমর (১০), মেয়ে আমেনা (৭) ও মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে দেড় বছরের আলামিন।

উপজেলার চরক্লার্ক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাশার জানান, সন্ধ্যার দিকে ওমর ও আমেনা বাড়ির পাশের পুকুরে হাতমুখ ধোয়ার জন্য গিয়েছিল। অনেকক্ষণেও তারা ফিরে না আসায় বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করে। পরে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

প্রায় একই সময় একই গ্রামের সাবের সর্দারের পুকুরে ডুবে মারা যায় আলামিন।

চেয়ারম্যান বাশার বলেন, আলামিন পরিবারের সঙ্গে কেরামতপুর গ্রামে খালু সাবের সর্দারের বাড়ি বেড়াতে এসেছিল। সন্ধ্যার পর সর্দারবাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। কীভাবে সে পুকুরে ডুবে যায় সে বিষয়ে পরিবারের লোকেরা কিছু বলতে পারেনি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, থানায় অভিযোগ না দিয়ে পারিবারিকভাকে ৩ শিশুর লাশ দাফন করা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত