![পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/05/18/road-accident_abnews24_78541.jpg)
পাবনা, ১৮ মে, এবিনিউজ : পাবনার বেড়া ও সুজানগরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দুই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সুজানগরে ও সকালে বেড়ায় দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় সুজানগরে নিহত হয়েছেন সুজানগর উপজেলার উপসহকারী ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান লিটন (৪৫)। তিনি পাবনা পৌর সদরের নূরপুর এলাকার বাসিন্দা। এ ছাড়া নিহত হয়েছেন সদর উপজেলার ভাড়ারা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান (৩৫)। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক।
এদিকে বেড়ায় নিহত হয়েছেন চাঁদ আলী নামের এক ব্যক্তি। তিনি চাকলা ইউনিয়ন পরিষদের বাসিন্দা।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, সুজানগর থেকে একটি পিকআপ ভ্যান পাবনার দিকে যাচ্ছিল। ঘটনার সময় পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কের তাঁতীপাড়া মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা উল্টে চালকসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হন। ওই অটোরিকশার যাত্রী ছিলেন ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান লিটন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামান ও অটোরিকশাচালক মিজানুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন লিটন (৩০), ফরহাদ (৩৫) ও অন্যজনের নাম জানা যায়নি।
এদিকে বেড়ায় আজ বৃহস্পতিবার সকাল ৯টায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে সানিলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএন্ডবি বাসস্ট্যান্ড থেকে সবজি বিক্রি করে কয়েকজন কৃষক রিকশা-ভ্যানে করে চাকলা যাচ্ছিল। সানিলায় পাবনাগামী একটি ট্রাক পেছন থেকে ওই কৃষকদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান আরোহী চাঁদ আলী মারা যান। এ সময় আজিজুলসহ (১৫)অন্তত দুজন গুরুতর আহত হয়।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এবিএন/মমিন/জসিম