মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo

জৈন্তাপুর থানা হাজতে আসামির 'আত্মহত্যা'

জৈন্তাপুর থানা হাজতে আসামির 'আত্মহত্যা'

সিলেট, ১৯ মে, এবিনিউজ : সিলেটের জৈন্তাপুর মডেল থানা হাজত থেকে নারী নির্যাতন মামলার এক আসামির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নজরুল ইসলাম (৩৫) জৈন্তাপুর থানার কহাইগড় প্রথমখন্ডের আব্দুল জলিলের ছেলে।

জেলা পুলিশের মুখপাত্র সুজ্ঞান চাকমা জানান, শুক্রবার সকালে ঝুলন্ত অবস্থায় নজরুলের লাশ পাওয়া গেছে। গলায় কম্বল পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন। জৈন্তাপুর থানা হাজতের সিসি ক্যামেরার ফুটেজে আত্মহত্যার দৃশ্য ধরা পড়েছে।

তিনি জানান, আজ শুক্রবার ভোর ৬টার দিকে আসামি নজরুল আত্মহত্যা করেছেন। ভোর ৫টা পর্যন্ত হাজতে স্বাভাবিক ছিলেন তিনি।

জৈন্তাপুর থানার ওসি শফিউল কবির বলেন, স্ত্রী নাসরিন ফাতেমার দায়ের করা নারী নির্যাতন মামলার আসামি ছিলেন নজরুল। তাকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নজরুলের লাশের সুরতহাল তৈরির কাজ চলছে জৈন্তাপুর থানায়। সুরতহাল শেষে লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে।

এবিএন/শংকর রায়/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত