শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • সাংবাদিকদের ওপর নজরদারির নির্দেশনা প্রত্যাহার

সাংবাদিকদের ওপর নজরদারির নির্দেশনা প্রত্যাহার

সাংবাদিকদের ওপর নজরদারির নির্দেশনা প্রত্যাহার

ঢাকা, ২০ মে, এবিনিউজ : বিদেশ ভ্রমণে যাওয়া সাংবাদিকদের ওপর নজরদারি করতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনে পাঠানো নির্দেশনা ‘প্রত্যাহার’ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জারি করা নজরদারির নির্দেশনা সম্বলিত গোপনীয় সার্কুলার প্রত্যাহার করে নেয়। গতকালের আদেশে নির্দেশনা প্রত্যাহার করে বলা হয়, বুধবারের নির্দেশনাটি যথাযথভাবে সমন্বয় করা হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ও সরাসরি হস্তক্ষেপে নির্দেশনাটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এরআগে কোনো সাংবাদিক বিদেশে গিয়ে দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে অংশ নিচ্ছে কি না সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংসদীয় কমিটির সুপারিশের ভিত্তিতে এ নির্দেশনা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও মিশন প্রধানদের এই নির্দেশ দেওয়া হয়। গতকাল একইভাবে সেই নির্দেশ প্রত্যাহার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর অজ্ঞাতে, বিনা অনুমোদনে কর্মকর্তা পর্যায়ের সিদ্ধান্তে বুধবারের নির্দেশনাটি জারি হয়। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এই নির্দেশনাটি তার অজান্তে হয়েছে বলে জানান।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে গভীর উদ্বেগ প্রকাশ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ডিআরইউ মনে করে, এ ধরনের সার্কুলার সাংবাদিকদের স্বাধীনভাবে চলাচল ও মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে। যা মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার অন্তরায়। সাংবাদিকদের কেউ যদি কোন ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকে সেক্ষেত্রে ওই সাংবাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রচলিত বিধান রয়েছে। ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী গতকাল শুক্রবার এক বিবৃতিতে অনতিবিলম্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে ছিলেন।

গতবৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ওপর এ ধরনের নজরদারির আদেশ প্রত্যাহার ও সাংবাদিকদের পেশাগত কাজে সাহায্য করার অনুরোধ জানান কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সাবেক প্রেসিডেন্ট মাসুদ করিম।

উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত কাজে সবসময় সহায়তা করা হচ্ছে। বিদেশি সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। এখানে সবকিছু খোলা। সবাই সবখানে যাচ্ছেন। বিদেশ সফরে আমাদের সাংবাদিকদেরও কোনো বাধা নেই। কোনো বাধা দেওয়া হলে আমাকে জানান।

মন্ত্রী বলেন, শুধু সাংবাদিক নয়, জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য যারাই বিদেশে যান সবার ওপর নজর রাখা সরকারের কাজ। তার মানে এই না, সবাইকে কন্ট্রোল করা হচ্ছে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত